নিজেস্ব প্রতিবেদক-
শনিবার (১৩ মে-২০২৩) তারিখ বিকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার স্বাধীনতা শিক্ষক পরিষদে আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বাশিপ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অধ্যক্ষ জনাব মোঃ এ বি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সংসদ সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা জনাব মোঃ ইমদাদুল হক, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা মোঃ ইকরামুল হক, ঠাকুরগাঁও জেলা শাখার স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জনাব মোঃ জুলফিকার আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম স্বপন-সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ – ঠাকুরগাঁও জেলা শাখা, জনাব পবারুল ইসলাম – সভাপতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, সদর শাখা- ঠাকুরগাঁও, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজওয়ানুল হক বিপ্লব, জনাব মোঃ ইফতেখারুল হক( ধ্রুব)- কার্যনির্বাহী সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী, এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ জয়নাল আবেদীন বাবুল বলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ) একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন – শিক্ষকরা আজ নানাভাবে অবহেলিত! সরকার জিও দেওয়ার স্বত্যেও শিক্ষকগণ বেতন পাচ্ছেন না, এ বিষয় উল্লেখ করে বলেন যদি কোনো ধরনের সুযোগ -সুবিধা থাকে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবহিত করার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নসরতে খোদা রানা প্রমুখ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা শাখার স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ এনামুল হক সহ বিভিন্ন স্হান থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আর উক্ত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি নুর নবী চঞ্চল।
আলোচনান্তে উক্ত সভার সভাপতি অধ্যক্ষ জনাব মোঃ এ বি এম কামাল উদ্দিন উপস্হিত সকলের মঙ্গল কামনা ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ব্যক্ত করেন এবং ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
মন্তব্য করুন