ছাত্রীকে কুপ্রস্তাব: প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধ
নরসিংদীঃ জেলার বেলাবোতে আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) স্কুলের প্রাক্তন এক ছাত্রীকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানাযায়, আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন একই বিদ্যালয়ের সাবেক এক ছাত্রীকে বাসায় দাওয়াত দেন। পরে মুক্তার হোসেন ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। এ ঘটনার একটি অডিও গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে সমালোচনা শুরু হলে আজ (মঙ্গলবার) শিক্ষার্থী ও এলাকাবাসী প্রথমে বিদ্যালয় প্রাঙ্গন ও পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের বহিষ্কার দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ এসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তারা এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক থেকে চলে যান।
এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী খান রিপন মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে আমার ইউএনও এবং সার্কেল এসপির সঙ্গে কথা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাদের কমিটি সিন্ধান্ত নেবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে এই বিষয়টি নিয়ে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই।
মন্তব্য করুন