দেশ বাঁচাও মানুষ বাঁচাও
গরিব অসহায় পাশে দাঁড়াও ,
বেঁচে থাকলে মানুষ গড়বে দেশ
এইতো সোনার বাংলাদেশ।।
বর্তমানের যে দ্রব্য মূল্যের দাম
গরিব অসহায়ের ধরছে ঘাম,
পদে পদে ঠোকর খেয়ে অপমান
কে দিবে যেন ওদের দাম।
নুন আনতে পান্তা ফুরায়
৩ টাকা রোজগার করে ,
৫ টাকা খরচ
কেমন করে সংসার চালাবে,
কার ও নাই মাথায় মগজ ।
দেশের ধনী নয়তো জ্ঞানী
গরিবের নাই যেন খনি,
তাইতো গরীব হচ্ছে ঋণী
ফুটপাতে ঐ মরছে রানী।
মন্তব্য করুন