মনিরামপুরের পাঁচাকড়ি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মারপিটের অভিযোগ।
মনিরামপুর যশোর সংবাদদাতাঃ-
গত বুধবার বেলা ১ টায় মনিরামপুরের পাঁচাকড়ি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায় পাঁচাকড়ি দাসপাড়ার অরবিন্দু দাসের মেয়ে শ্রবন্তি দাস পাঁচাকড়ি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী তাকে অন্যায়ভাবে উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যান মন্ডল মারধোর করে।
এ বিষয়ে ছাত্রী শ্রবন্তি দাসের নিকট থেকে জানা স্কুলে রুমের ভিতর নাচ গানের কারনে তার বান্ধবি প্রিয়া রায়,অনন্যা বিশ্বাস ও সুজাতা গাইন প্রধান শিক্ষকের নিকট নালিশ করে পরে প্রধান শিক্ষক এসে আমাকে নাচ গানের বিষয়ে জানতে চায় এবং আমাকে নাচতে বলে কিন্তু আমি স্যারকে বলি আমি কিছু করিনি আমি জানিনা এবং আপনার সামনে নাচতে পারবো না তারপরেও আমার কোনো কথা না শুনে ছিন্নমূল পরিবারের তাই আমাকে লাঠি দিয়ে বেদম মারধোর করে।প্রধান শিক্ষক কল্যান মন্ডলের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঐ ছাত্রী আমার সাথে অনেক তর্ক বিতর্ক করেছে তাই তাকে মারধোর করেছি।
মন্তব্য করুন