হীড বাংলাদেশ বাগেরহাট অঞ্চলের মোংলা ১ ও ২ শাখায় সদস্যের সন্তানদের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪/৫ পেয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের এককালীন উপবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান
স্টাফ রিপোর্টারঃ মোঃ মিজানুর রহমান।
অদ্য হীড বাংলাদেশ বাগেরহাট অঞ্চলের মোংলা ১ ও ২ শাখায় সদস্যের সন্তানদের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪/৫ পেয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের এককালীন উপবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষা উপবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দিন,চিলা ইউনিয়নের প্যানেল চেয়্যারমান বাবু কৌশিক মৌলিক কানু , ইউপি সদস্য শান্ত দা এবং দেবব্রত বিশ্বাস প্রভাষক বাংলা কলেজ মোংলা । শিক্ষা ক্ষেত্রে এই বিশেষ অবদানের জন্য হীড বাংলাদেশের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক মহোদয় কে সকলেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন